উঁচু উঁচু দালানকোঠা আর অট্টালিকার
বাইরে এসে যখন রাস্তায় দাঁড়ালাম
তক্ষুনি জগৎকে চিনলাম
তক্ষুনি জগৎকে জানলাম
জানলাম মানুষের কথা
জানলাম নিপীড়িত শোষিত সমাজের কথা
জানলাম কত হাহাকার বঞ্চনার কথা
যে বঞ্চনার কাহিনি ছড়িয়ে রয়েছে
এই ধুলার ধরণির পরতে পরতে।
যে বঞ্চনার কথা পাওয়া যায়
শাশ্বত ইতিহাসের পাতায়, মহাকাব্যের খাতায়
যে মহাকাব্যের চরিত্রগুলো আজও বদলায়নি
ইতিহাস সাক্ষী, সময় বদলেছে
পার হয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী
সময়ের পালাবদলে বদলে গেছে পৃথিবীর ইতিহাস
এক সাম্রাজ্যের পতনের পর
নতুন এক সাম্রা জ্যের গোড়াপত্তন হয়েছে
বদলেছে সমাজ, দেশ মহাদেশের ভৌগোলিক পরিধি
বদলেছে সভ্যতা
পুরাতন সভ্যতার স্থলে নতুন সভ্যতার জন্ম হয়েছে
কিন্তু বদলায়নি মানুষের শঠতা হিংসা ঘৃণা
বদলায়নি মানুষ হয়ে ওঠার অদম্য ইচ্ছা আকাক্সক্ষা
মানুষ মানুষই রয়ে গেছে শারীরিক অবয়বে
মানুষের নেই পরিবর্তন চিন্তায় মেধা ও মননে
তবুও স্বপড়ব দেখি,
নতুন পৃি থবীর স্বপ ড়ব দেখি
স্বপড়ব সুখী সমদ্ধৃ দুনিয়ার
যেখানে হিংসা নেই বিদ্বেষ নেই
নেই ক্ষোভ বঞ্চনার হাহাকার
আছে শুধুই মানবতা
সীমাহীন মানবতা
যে মানবতার চাদর আমাদের আগলে রাখবে আজীবন।