সীমাহীন কষ্টের মাঝেও আত্মিক প্রশান্তির অনর্গল ঝর্না
ধিরে ধিরে প্রবাহিত হয় আমার শিরা ধমনি অস্থিমজ্জায়
ভাবনার উত্তাল সমুদ্রে ঢেউ জাগে আমার সবটুকু সত্ত্বায় ।
নিমিষেই আমি হারিয়ে যাই ঐশী প্রেমের অনন্ত ভুবনে
অনায়াসেই গেয়ে উঠি মানবতার ধ্রুপদি সংগীত
প্রকাশ করি সর্বহারাদের কান্নার বাণী
যার মাঝেই বিকশিত হয় স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের গুঢ় রহস্য ।
তবুও বেখেয়ালি আবেগি মনের প্রতিটি কোনে
বারংবার পাথিব ভয় , দুশ্চিন্তার অদ্ভুত ঢেউ জাগে
জাগতিক আকাঙ্ক্ষা ও প্রাপ্তির সমীকরণ গুনে
প্রশান্ত চিত্ত পুনঃপুনঃ আল্লাহর নিকট ভিক্ষা মাগে ।
স্বর্গীয় প্রশান্তির খোঁজে মন ছুটে চলে আশার অন্তহীন দিগন্তে।