তুমি যদি ভালোবাসার প্রেমিক না হতে পারো
তবে কাউকে ভালবেসো না।
তুমি যদি ভালোবাসার উন্মাদনা সইতে না পারো
তবে ভালোবাসাকে অন্তরে ঠাঁই দিও না।
ভালোবাসার চিরায়ত রূপ অন্তরে ধারণ করতে
তুমি লজ্জা ঘৃণা ভয় ক্রােধ পরিহার করো।
রংধনুর সাত রং মেখে বক্ষকে প্রসারিত করো,
দেখবে ঐশী আলোর এক তীব্র ছটায়
উদ্ভাসিত হয়েছে তোমার অন্তরাত্মা।
তুমি নিঃস্ব-রিক্ত হওনি বরং লাখো মানুষের
দৈনন্দিন অনুভূতিগুলোকে অন্তরে ঠাঁই দিয়ে
তুমি এক বটবৃক্ষে পরিণত হয়েছ যার ছায়ায়
আশয়্র নিয়েছে কত নাম না-জানা দুর্বল অসহায় মানুষের দল।
যারা সত্যের আলো হয়তো কোনোদিন পায়নি,
ভালোবাসার মর্মরধ্বনি যাদের অন্তরে জাগেনি
তোমারই পরশপাথরের ছোঁয়ায়
আজ তাদের হৃদয় অনুধাবন করেছে
ক্লান্তিময়, একঘেয়ে, নিরস জীবনে ভালোবাসার মূল্য।
প্রভাতের আলোর ন্যায় তাদের জীবনে আবারো ফিরে এসেছে
ছন্দময় রঙিন জীবনের ফুরফুরে মেজাজে ঠাসা আনন্দময় দিনগুলো।
তুমি প্রেমিক হয়েছ বলেই ভালোবাসা মহিরুহ হয়ে ধরা দিয়েছে
সকলের জীবনে।
তুমিই জগতের সফল প্রেমিক,
মানবপ্রেমিক,
ঈশ্বর প্রেমিক।