নানান জাতি ধর্ম বর্ণ শ্রেণিবিভেদের জ্বালা
উচ্চ নীচ পাথর্ক্যের বেড়াজালে মানবতা পুড়ে হল আজ সারা।
মন্দির মসজিদ গির্জায় কে করো এত আহাজারি
ঈশ্বর তোমার পাশে থাকবে, হও তুমি মানুষের ভালোবাসার কান্ডারী।
ধর্ম দর্শন বিদ্যার বড়াই করে হবে না কভু লাভ
যদি না থাকে ভালোবাসা মানুষের, না হয় তাদের সাথে সৎভাব।
হিংসা কপটতা হিংস্র স্বভাব করবে আমাদের একদিন শেষ
না করতে পারি পরিষ্কার ময়লা জঞ্জাল অন্তরের যত বিদ্বেষ।
হাজার বছর বেঁচে থেকে পাবে না কোনোদিন শান্তি
আনন্দ মাস্তি নফসের গোলামি করে অন্তরে বাড়বে শুধুই অশান্তি।
সিড়বগ্ধ সুন্দর পবিত্র মন পাব উপহার আমরা একদিন
বিশ্বমানবের সেবা হবে যখন ভালোবাসার রঙে হৃদয় করব রঙিন।
বিপদে আপদে পাশে থেকে যারা করে মানুষের সেবা
শক্তি সাহস মনোবল তাদের দিনে দিনে বাড়িয়েছে ঈশ্বর ছাড়া কেবা।
ভেদাভেদ ভুলে সৃষ্টির কুলে আনি আমরা মানবতার দৃষ্টি
আমরাই হব সফল জাতি বিশ্বের মাঝে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি।