কে তুমি হে মায়াবিনী,
কেন এত মায়ার ছাপ তোমার চোখে মুখে,
তোমার এই মায়ার জালে
আমি তো দিন দিন আটকা পড়ে যাচ্ছি,
যতই আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি,
দিন দিন ততই তোমার প্রতি আমার মায়া বেড়েই চলেছে।
যেন মনে হচ্ছে,
আমি কোনো মায়ার সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি।
নিঃশেষিত হয়ে যাচ্ছে আমার প্রাণশক্তি,
হারিয়ে যাচ্ছে আমার হুঁশ জ্ঞান
যেন মনে হচ্ছে,
কোনো সম্মোহনী শক্তির
মায়ার দ্বারাই আমি নিয়ন্ত্রিত হচ্ছি।
হে মায়াবিনী তুমিই বলো,
কী করব আমি,
কীভাবে নিষ্কৃতি পাব তোমার মায়ার কবল হতে,
নাকি সারাজীবন আমাকে বেঁধে রাখবে
তোমার অদৃশ্য মায়ার বাঁধনে।
বহুদিন পার হয়ে গেল,
তবুও আজ পর্যন্ত তোমাকে ঠিকমতো বুঝতে পারলাম না,
চিনতে পারলাম না তোমাকে,
উদ্ঘাটন করতে পারলাম না তোমার আসল স্বরূপ।
তবে এতটুকুই বুঝেছি,
এ জগৎ বড়ই মায়াময়,
আর তোমার মায়ার জগৎ তার চাইতেও অনেক বড়।