ভোরের আকাশে দেখেছিলাম
নতুন দিনের রক্তিম সূর্য
যা সত্যের আলো ছড়িয়ে দিয়ে
হাতছানি দিয়ে ডাকছে আগামী দিনের পথিককে।
নবজাগরণের মূলমন্ত্র উচ্চারণ করতে করতে
নবীনের দল শিখে ফেলে
জীবনসংগ্রামে বেঁচে থাকার পাঁচমিশালি বাণী।
গহিন অন্ধকারের নিকষ
কালো ছায়া পারে না তাদেরকে দমাতে
জীবনের আঁকেবাঁকে।
দৃঢ় লৌহ-ইস্পাতসম শপথে
তারা এগিয়ে চলে
আগামীর পথে।
সেতারের সুর বেজে ওঠে হৃদয়ে
নবীনেরা বলে-
আমরা রেখেছি জীবনকে বাজি
মহাকালের যাত্রায় প্রস্তুত করেছি মন-প্রাণ।
আসুক শত বাধা বিপত্তি
প্রয়োজনে করব আমরা জীবনকে নিঃশেষে দান।
জীবনের যত কল্যাণ আছে
ধরণী মায়ের কোলে-
তারাই নিয়েছে বাস্তবায়নের দায়িত্ব
রাস্তায় তারা রয়েছে দলে দলে।
তারাই নিয়েছে নেতৃত্ব জাতির
কালে কালে ধরেছে হাল,
মহাকালের নায়ক তারাই
সফল হয়েছে তারা চিরকাল।