আমি শ্রেণিভেদ বুঝি না
বুঝি না মানুষের তৈরি বিভেদ বেড়াজাল
ক্ষুদ্র স্বার্থ ও দ্বন্দ্বের পরিবেশে
মানবতা হল আজ বেসামাল।
যদিও আমরা প্রতিদিন
মানুষের দোহাই দিয়ে
মানবতার দোহাই দিয়ে
হাজারো স্বপ্ন দেখি
হাজারো স্বপ্ন দেখাই
আবার হাজারো স্বপ্ন ফেরি করি
দেশ ও দশের মাঝে
সকাল দুপুর ও সাঁজে।
কিন্তু সেই মানবতার চরম নির্যাতন,
অবমাননা, শোষণ, বঞ্চনা, নিপীড়ন
মোটেও থেমে নেই
দেশ কাল ও পাত্রভেদে।
সত্যের আলো আজ নির্বাপিত হয়েছে
চারিদিকেই দেখি হাহাকার,
মানবিক শূন্যতা
ছড়িয়ে পড়েছে সমাজের অলিতে গলিতে।
ক্ষুদ্র কায়েমি স্বার্থ
চরিতার্থ করতে
অসুস্থ প্রতিযোগিতায়
লিপ্ত হয়েছে সমাজের কিছু সুবিধাবাদী মানুষ।
তবুও থেমে নেই,
আশীর্বাদপুষ্ট মানুষের পদচারণা
বটবৃক্ষের ন্যায় তাঁরা ঝাঁপিয়ে পড়ে
মেহনতি মানুষের পাশে,
বাঁচতে শেখায় তাদের
উন্মুক্ত আকাশের মতো খোলা তাদের মন,
কেউ না চিনলেও
তাঁরা মানুষের কাছে প্রিয় আপনজন।
নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না,
সকলে বিদায় নেবে পরপারে
লোকচক্ষুর অন্তরালে।
রয়ে যাবে কিছু স্মৃতি, কিছু মহৎ কর্ম,
মহাকালের পাতায় তাদেরই নাম
স্বর্ণাক্ষরে লেখা থাকবে
যারা মানুষ ও মানবতার জন্য
তিল তিল করে নিজেকে নিঃশেষ করেছে।
তাঁরাই মহাকালের নায়ক,
মানবতার চিরমুক্তির পথপ্রদর্শক ও অগ্রদূত।