বিষাদের করুণ সুরে সিক্ত আমার অন্তরাত্মার আঙিনা
শূন্যতায় ভরা জীবনের মাঝে পাল তোলে দুঃসহ স্মৃতি-
হাহাকার ও বঞ্চনার মিলনমেলায় সাথি হয় নীরব কান্না
বিচ্ছেদের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয় মন কাবা
তবুও থামে না কোনোদিন ভালোবাসার জয়রথ,
কামনার জ্বালা,
বাসনার আগুন,
বরং উদাসী মন হাজারো জানালা খুলে
দুঃখ, কষ্ট ও পরিতাপের অজস্র যন্ত্রণা সয়ে
খুঁজে চলেছে একটি মনের মানুষ সময়ের চোরাবালিতে।