আমি আমার মনের রাজা,
মনের সুখে বেঁচে আছি,
যেমন আছি বেশ আছি।
তবুও মনে উঁকি মারে
তোমার চিন্তা একটু বড্ড বেশি।
ভাবি ভুলেও তোমার কথা
মুখে আনব না কোনোদিন,
ঠিক, সেদিনই তোমার ভাবনায়
আমার হৃদয়টা হয় রঙিন।
আচ্ছা, বলো তো
তুমি কি আমায় জাদু করেছ?
হায়রে মন, কেন এত চঞ্চল
এত উন্মুখ হয়ে থাকে তোমার প্রতি হরদম।
এখন তবে প্রশ্ন জাগে মনে,
কেন আমি হচ্ছি উতলা তোমার প্রতি ক্ষণে ক্ষণে।
ভেবে পাই না খুঁজে কূল,
তবে আমি আর নয় আমার মনের রাজা
টের পেয়েছি বিলকুল।
রাজা যদি একা থাকে মানায় না তবে,
রানী বসে রাজা পাশে এসে এই ভবে।
বিধাতা, তুমি তো নিপুণ কারিগর,
জুড়ি মিলিয়ে তুমিই বসাও সকলের ঘর।
মনের সাথে মন মিললে পুণ্য তীর্থ হয়
বিধির কল্যাণে তা জনম জনম রয়।
কে আছে, মনের রাজাকে দেবে একটু শান্তি
মনের মত রানী পেলে ভুলবে সকল ক্লান্তি।