যৌবনের মধ্যগগনে মরীচিকার মায়াবী হাতছানি,
কুয়াশার হাজারো বাহারি সালতামামি
ছিনিমিনি খেলতে চায় আমার জীবনকে নিয়ে,
কলঙ্ক রচনা করতে চায় আমার মর্যাদার আসন ছুঁয়ে,
কলুষিত করতে চায় আমার অন্তরাত্মার লালগালিচা,
নিঃশেষ করতে চায় আমার অফুরন্ত প্রাণশক্তি।
তবুও ছাড়িনি আমি হাল, হারায়নি মনোবল
বরং বেড়েছে মনের আস্থা।
দিনে দিনে
ভরসা হয়েছে অটুট-অবিচল।
বিবেকের অনির্বাণ দীপশিখা জ্বেলে
বীরের বেশে হেসে-খেলে
দিগ্বিদিক জয় করে
অবলীলায় ছুটে চলেছি আমি।
হেঁটে চলেছি হাটে-মাঠে ও ঘাটে
সত্য ও সুন্দরের পথে
জীবনের সেই মহিমান্বিত বসন্তের খোঁজে।