আমি প্রতিদিন ভাবি কিছু লিখব
প্রতিদিন ভাবি কল্পনায় ছবি আঁকব
মনের গহিনে উদ্ভাসিত প্রতিচ্ছবির
চিরায়ত রূপ তুলে আমি ধরব।
তুলে ধরব মানুষের কথা
তুলে ধরব মানবতার কথা
তুলে ধরব ক্ষয়িষ্ণু জীবনের
পরতে পরতে লুকিয়ে থাকা জমাট ব্যথা।
যে ব্যথার প্রকাশ ঘটে না বাইরে
যে ব্যথা শুধুই লুকিয়ে থাকে মনের গভীরে
যেখানে একাকিত্ব ও হাহাকারের সুরের মূর্ছনায়
ভারি হয়ে আসে আকাশ-বাতাস
ভারি হয়ে আসে চারপাশ,
অসংখ্য মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকলেও
পরিবেশটা গুমোট মনে হয়,
ফিকে হয়ে যায় জীবনের রং
ফিকে হয়ে যায় জীবনের যত ঢং,
মনটা হয়ে যায় বড়ই অস্থির,
ভালো লাগে না কিছুই
ভালো লাগে না তখন রাতের তারা
ভালো লাগে না খাদ্য খাবার ভরা ভরা
লাগে না ভালো সিড়বগ্ধ সমীরণ
লাগে না ভালো প্রকৃতির আভরণ
সবকিছুই যেন পানসে মনে হয়
পানসে মনে হয় জীবনের সবটুকুই।
সেই পানসে জীবনের প্রতিটি ক্ষণকে
তুলে ধরতে চাই আমি আমার লেখনিতে
যার খবর কেউ কোনোদিন রাখিনি
কেউ কোনোদিন রাখে না
কেউ কোনোদিন রাখবে না।