মুক্তির দিশারী হকচকিত মানুষের আজন্মলালিত স্বপ্নের নায়ক আমি
আমারই মাঝে অনুভূত হয় অবিনশ্বর জগতের গল্প
বিকশিত হয় বিশ্বচরাচরের সত্যদ্রষ্টা মানুষের অমর জ্ঞান
নিষ্কাম কর্মের অমর পাথেয় সংগ্রহ করে তৃপ্ত হয় আমার অন্তরাত্মা।
তবুও মাঝে মাঝে জীবনের ছন্দপতনে ঘোর অমানিশার অন্ধকার জাগে
নিগূঢ় চিন্তার ব্যাপ্তি ছাড়িয়ে অশান্ত মনে শঙ্কার জোয়ার আসে
নিস্তপব্ধতার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকে কল্পনাচারী মন
প্রশান্তির অনাবিল ঢেউয়ে নোঙর করে
জীবন মিলিত হতে চায় সময়ের অন্তহীন দিগন্তে।