আমি চাইনি তুমি কষ্ট পাও
কষ্ট পাও শুধুই আমার জন্য,
কষ্ট পাও এমনকি অতি সামান্য
হয়নি আমি মানুষটা এত বন্য।
বন্য হওয়া যায় কি সহজে
যেখানে তুমি আমার পাশে থাকো,
আমাকে এতটা জানো
এতটা বোঝ
তারপর আমি কীভাবে
তোমার প্রতি নিষ্ঠুর পাষাণ হবো বলো।
পাষাণ হওয়া কি এতই সোজা
এতই সোজা তোমাকে কষ্ট দেওয়া
এতই সোজা নিজের মনকে কষ্ট দিয়ে
ভেতরে ভেতরে রুদ্রমূর্তি ধারণ করা।
না না
এটা হতেই পারে না,
জানি মাঝেমধ্যে মেজাজি আমি,
দাম্ভিক আমি
হঠকারী আমি,
তবুও পরক্ষণে মানবিক আমি
সত্যবাদী আমি,
ন্যায়পরায়ণ আমি,
আমি কখনোই তোমাকে কষ্ট দিতে পারি না,
কারণ তোমাকে কোনোভাবেই কষ্ট দেয়া যায় না,
কোনোদিন কষ্ট দেওয়া যায় না।