আলেয়ার অন্তহীন দিগন্তে মেঘের ভেলায় খেলা করে ক্লান্ত কল্পনাচারী মন
বারেবারে ফিরে পেতে চায় নবজীবনের উচ্ছল উদ্যেম তরঙ্গের মিলনমেলা
আস্বাদন করতে চায় জীবন ও যৌবনের মণিকাঞ্চনযোগ।
সময়ের প্রচন্ড তাগিদে এগিয়ে যেতে চায় পুনঃপুন সাফল্যের চূড়ায়।
তবুও বিষাদের একরাশ অনুভব সারাক্ষণ ঘিরে থাকে আমাকে
অনুভবের অন্তঃদৃষ্টির আলোয় বারেবারে প্রতিভাত হয়
মৃত্যুর হিমশীতল হাতছানি
অস্তিত্ব থেকে অনস্তিত্বতে সেতুবন্ধনের মায়াযোগ।
এ যেন মহাকালের গোলক ধাঁধায় এগিয়ে চলা
চুপিসারে মনের না বলা কথা শুধু মনকেই বলা
ভালোবাসার রংধনু রেখে সারাক্ষণ
নিজের অজান্তেই নিজের মাঝে
দয়াময় পরম সত্তা মহান আল্লাহ পাককে নিরন্তর খোঁজা।