আমি শিখছি প্রতিদিন মানুষের কাছে
আমি শিখছি প্রতিদিন ঘটনাপ্রবাহের মাঝে
হাজারো ঘটনার সাক্ষী হয়ে আমি
প্রতিদিন শিখছি জীবনমৃত্যুর মাঝে।
মৃত্যুকে জয় করা যায় না
যেমন ভাগ্যের লিখন খণ্ডানো যায় না
যায়না দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কোনো জীবন পাওয়া
যায় না সব সময় সোনার চামচ মুখে নিয়ে
আলালের ঘরের দুলাল হয়ে জন্ম নেওয়া
জন্ম নিয়ে পৃথিবীতে আসা এ বিধাতার বড়ো লীলাখেলা
ঈশ্বরের লীলাখেলা সকলে বোঝে না
জ্ঞানচক্ষু যাদের থাকে তারাই কেবল বোঝে
জ্ঞানচক্ষু সকলের থাকে না
যাদের থাকে না তারাই দুনিয়া পাওয়ার আশায়
মানবিক প্রবৃত্তি ছেড়ে কখনো কখনো
পশুত্বের পর্যায়ে নেমে আসে
নেমে আসে চিন্তা-চেতনার নিমড়বস্তরে
নেমে আসে সামাজিক পরিমণ্ডলের অস্তিত্ব সংকটে
সংকট দিনদিন আরও বেড়ে যায়
কিন্তু আসল কাজ হাসিল হয় না
হাসিল হয় না জীবনের সকল চাওয়াপাওয়া
যদিও সারাক্ষণ তারা করে অর্থসম্পদের প্রতি ধাওয়া
শুধুই অর্থসম্পদ জীবনের সবকিছু না
এর বাইরেও মানুষের জীবন আছে
যে জীবনে প্রতিদিন ঝড়বৃষ্টির খেলা হয়
অভিমানের সুরে মানুষে মানুষে রঙ্গলীলা হয়
যে লীলার মাঝে জন্ম নেয় আকর্ষণ
এ পার্থিব পৃথিবীতে বেঁচে থাকার তীব্র আকর্ষণ
আকর্ষণ তো মানুষের জীবনে বড়োই আজব ব্যাপার
সকলের মাঝেই আকর্ষণ থাকে
আবার সকলে অনুভব করেও তা প্রকাশ করে না
আমিও সেই স্বর্গীয় আকর্ষণ থেকেই
সকলকে অনুভব করি চিনি জানি
যে জানার কোনো শেষ নেই
যে জানার কোনো বয়স নেই
যে জানা চলে আমৃত্যু
এই আকর্ষণ নিয়েই বসেছে মানুষের মিলনমেলা
যে পথে হেঁটে চলেছে অগণিত মানুষের দল
আমিও সেই মহামানবের সাগরতীরে একজন নগণ্য পথিক
আমি আজও শিখছি
কালও শিখব
চিরকাল শিখব।