সময়ের প্রতিশোধ বড়ই নিষ্ঠুর!
সময়ের ব্যবধানে
সবকিছুই পানসে হয়ে যায়।
সময়ের প্রহর গুনতে গুনতে
থেমে যায় জীবনের চলার গতি।
একদিন যেটা ছিল প্রমত্ত পদ্মা!
প্রকা- গর্জন ও ঢেউ ছিল
যার বুকে, আজ
খেই হারিয়ে তা পরিণত হয়েছে
শৈবালময় স্থির জলাশয়ে।
হারিয়ে গেছে যৌবন
হারিয়ে গেছে চাওয়া-পাওয়ার সব সমীকরণ।
এখন আর ভালো লাগে না
উন্মুক্ত আকাশ, সবুজে ঘেরা মাঠ
ভালো লাগে না শ্রাবণের
অঝোর ধারায় বৃষ্টি
মন দেয় না সায় বৃষ্টিতে ভিজে ভিজে
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
মিশে যেতে প্রকৃতির সাথে আনমনে।
এখন আর মন চায় না
প্রিয়তমের সাথে পুকুরপাড়ে বসে
গল্প করতে চাঁদনি রাতে নীরবে-নিভৃতে।
আজকাল জীবনটাকে বড্ড ঘোলা
পানির মতো দেখায়,
স্থির পানি,
যার কোনো নড়াচড়া নেই
নেই কোনো আন্দোলন,
আছে শুধুই স্তব্ধতা।
শুধুই নির্বাক, অপলক দৃষ্টিতে
তাকিয়ে থাকি,
আর ভাবি কোথায় হারিয়ে গেল
আমার সব চঞ্চলতা, উদ্দামতা ও উচ্ছলতা।
অন্তর্দৃষ্টির আলোয় উদ্ভাসিত মনে
হঠাৎ প্রশেড়বর জবাব পাই :
সময় বড়ই নিষ্ঠুর,
খুবই নিষ্ঠুর!