সভ্যতার গলায় চাবুক মেরে
মানবতার নিশান সদর্পে উড়িয়ে
আমি ছুটে যেতে চাই দেশ ও কালের চৌহদ্দি পেরিয়ে।
ইতিহাসের পাতায় মহাকাব্যের গাথায়
যেখানে আমিত্বের বেড়াজাল ভুলে
দ্বন্দ ও দোলাচলবৃত্তি সমূলে উপড়ে
আমরাই মিলিত হবো মহামানবের সাগরতীরে
যেখানে থাকবে না জাতি ধর্ম বর্ণের বেড়াজাল
হাহাকার ও প্রবঞ্চনার জ্বালাময় বিষবাষ্প
কপটতা ও ভ-ামির হাজারো ফিরিস্তি,
থাকবে শুধুই নিষ্পাপ চাহনির প্রতি করুণ অনুরাগ,
মানবতার সেবায় উৎসর্গকৃত মানুষের সাহসী গল্প,
অনুরোধের ঢেঁকি গেলা আত্মার অমর কাহিনি
তবেই গড়ে উঠবে শোষণহীন সমাজ,
আলোকিত নতুন বিশ্ব।