দিগন্ত বিস্তৃত আকাশের নিচে
ফাঁকা খোলা ময়দান
যেখানে আদিম হতে অন্ত
মানুষের মিলনমেলায়
একাকী আমি হেঁটে চলেছি গন্তব্যহীন।
কালের সাক্ষী হয়ে
মায়াবী পথের মরীচিকায়
পথ ভুলে গড়ে তুলেছি
জৌলুসে ভরা গগনচুম্বী প্রাসাদ,
যা মুহূর্তেই হারিয়ে যেতে পারে
অচেনা কোনো ভয়ানক অভিঘাতে
অস্তিত্ব সংকটে
বিলীন হতে পারে জীবন,
বিলীন হতে পারে
সুখময় সপেড়বর বুননে ধারণ করা
জীবন্ত তৈলচিত্র।
কিন্তু পারি না
পারি না নিজেকে সংশোধন করতে,
পারি না অহমিকার দুরন্ত সাগর পেরিয়ে
বৃত্তের বাইরে এসে
মহামানবের সাগরতীরে হেঁটে বেড়াতে।
ভাবি অনেক কিছুই
কিন্তু সব করতে পারি না,
ভাবাবেগের বন্যায় কখন হারিয়ে যায়,
কখন হারিয়ে যায়
বস্তুবাদী ধোঁয়ার চকচকে অহমিকায়।
তবুও প্রেরণা খুঁজি
প্রেরণা খুঁজি সুন্দর করে বেঁচে থাকার
প্রেরণা খুঁজি নতুন করে জীবনকে চিনবার।