সভ্যতার গর্ভে হারিয়ে যায় মানবতার শেখানো বুলি,
অন্ধ সমাজের চোখে-মুখে বিভীষিকার কালো ছাপ
জ্ঞানপাপী রঙিন চশমা এঁটেছে বৈষয়িকতার ভিড়ে,
অসহায় আত্মাদের কানড়বায় ভারী হয় আকাশ বাতাস
তবুও থেমে নেই অবিরাম পথচলা।
বঞ্চনা ও ক্ষোভের মেলায় জীবনের ভেসে চলা
বরং অজস্র বাধা বিপত্তির কুহেলিকা পেরিয়ে
অসীম সাহস ও ধৈর্যের মরীচিকা ঘুরে
জীবন আমাদেরকে নিয়ে চলেছে নিয়তির অন্তহীন দিগন্তে।