এই ধন এই দৌলত হীরে-জহরত শানশওকত
চারিদিকে অর্থ-ক্ষমতা আর দম্ভের ভীষণ দাপট,
যদি দুনিয়ায় না থাকে মানুষেরই মানমর্যাদা
তবে কী হবে লাভ করে দুনিয়ার এই সম্পদ গাদাগাদা।
শুধুই দেখি চারিদিকে ছলচাতুরী ও তোষামোদী
বিবেক বন্ধক রেখেছে আছে মানুষ ভূরি ভূরি,
যদি দুনিয়ায় না থাকে মানুষের মনুষ্যত্ব ও বিবেক
তবে কী হবে লাভ করে দুনিয়ার এই ভালোবাসা আবেগ।
যখন দেখি বন্ধুর বেশে আঘাত করে বিশ্বাসঘাতক
ভালোমানুষের সাজে পথে বসে আছে কত রাক্ষস
যখন দেখি বস্তির গলিতে নির্যাতিত নিপীড়িত মানবতা
নিষ্পাপ চাহনি মেলে আশ্রয় চায় অসহায় মাতাপিতা
যদি দুনিয়ায় না থাকে মানুষের প্রতি ভালোবাসা
তবে কী হবে লাভ করে এই দুনিয়ার বিদ্যা ভাসাভাসা।
যখন দেখি পথে পথে ক্ষুধা আর পিপাসা
অলিতে গলিতে ঘুরে বেড়ায় মজলুমের দল হরহামেশা,
যদি দুনিয়ায় না থাকে বেঁচে থাকার একটু খাবার
তবে কী হবে লাভ করে এই জাঁকজমকের দুনিয়া বারবার।
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও অভিশপ্ত সেই দুনিয়া
যেখানে শুধুই রয়েছে হাহাকার, ক্ষুধা বঞ্চনা
যদি দুনিয়ায় না থাকে মানুষের ইজ্জত সম্মান
রসাতলে যাক সে দুনিয়া হোক-না তা ভেঙে খানখান।
তাং-০৯/০৯/১৯ ইং, ঢাকা।