আমি পথ চলেছি একা
চলেছি কখনো গহিন অন্ধকারের পথে
ক্লান্ত মনে খুঁজেছি ঐশী কোনো আলো
যা আমার হৃদয়কে তৃপ্ত করতে
পারে চিরজনমের তরে।
ভেবেছি মরুভূমির মরীচিকার ন্যায়
আমি হারিয়ে ফেলব পথ
হারিয়ে যাব
অচেনা মানুষের ভিড়ে।
মনে হয়েছে হয়তো
পাব না কোনো দিশা,
পাব না কোনো আলো,
কিন্তু না
অবশেষে ঐশী আলোকচ্ছটায়
উদ্ভাসিত দেহমনে বয়ে গেল
আনন্দের হিল্লোল।
সকল হতাশা, নিরাশা চোখের
পলকেই মিলিয়ে গেল অদৃশ্যে।
যেন কোনো স্বর্গীয় সুবাসে
ভরপুর হয়ে গেল
আমার চারপাশ।
আমি আবার নিজেকে
আবিষ্কার করলাম
সকলের মাঝে নিত্যনতুন সাজে।