আকাশকুসুম ভাবনায় লীন হয়ে
আমি বহুবার আকাঙ্ক্ষা করেছি
তোমাকে এ বুকের মাঝে।
জানি ওটা হৃদয়ের ব্যাকুলতা ছিল,
ব্যাকুলতা ছিল মিলনের
ব্যাকুলতা ছিল দুটি মনের সেতুবন্ধনের
যেখানে আনন্দের অশ্রুধারায়
মিলেমিশে এক হয়ে যায়
জীবনের সকল দুঃখ, যন্ত্রণা ও ক্লেশ।
সর্বাঙ্গে বয়ে যায় আনন্দের হিল্লোল
পুলকিত মনের প্রতিটি কোণে
মঙ্গলদীপ জ্বেলে যায় অতন্দ্র প্রহরীর দল,
স্বর্গীয় খুশবুর ঘ্রাণে মাতোয়ারা হয় মন
অন্তরে বইতে থাকে নির্মল প্রশান্তির হাওয়া।
অনেক কিছুই চেয়েছি এই ছোট্ট জীবনে
কিন্তু আজও পাইনি
পাইনি কখনোই তোমাকে
পাইনি তোমাকে সিড়বগ্ধ সকালে চায়ের কাপ হাতে
পাইনি ক্লান্ত দুপুরে প্রশান্তির ছায়ায়
মনোরম বিকেলে মেঘনার উজানে হিমেল হাওয়ায়।
তবুও আশা ছিল,
অন্তরে তোমার প্রতি ভালোবাসা ছিল
বিশ্বাসের নদীতে ছিল ঢেউ
জানি একদিন সকল বাধাবিপত্তি পেরিয়ে
তুমি আসবে আমার দ্বারে
ভাসবে বাসররাতের রঙিন সাগরে।