কতদিন তোমার পাশে আমি বসিনি
কইনি তোমার সাথে কতদিন কথা
বলিনি মনের যত অব্যক্ত ব্যথা
ভাষাহীন নির্বাক আমি কূলে বসে একা।
কতদিন ধরিনি তোমার দুটি হাত
ভাবনায় কাটাইনি নির্ঘুম সারারাত
আবেগে বিহ্বল হয়ে তনু-মন
জোছনার প্লাবনে কাটিয়ে ভরা যৌবন।
কতদিন আসেনি মনে আনন্দের ঢল
হয়নি আনন্দে চোখের পানি টলমল
বাজেনি মনে রাগ-রাগিণীর সুর
মাতাল নেশায় হইনি আমি চুর।
কতদিন দেখিনি তোমার প্রিয় মুখ
অম্লান হাসি বদনে যেন স্বর্গীয় সুখ
নীলাভ চোখের ইশারা বড়ই বেসামাল
দিলকে করিনি কাবু করিনি মন লালে লাল।
কতদিন বুঝিনি যে আমি শুধুই মরুভূমি
তুমি বিনা আমি যেন মণিহারা ফণী
বিশ্বমাঝারে তুমি অমূল্য রতন
করব তোমায় আমি ভালোবাসা দিয়ে যতন।