ঐশী ক্ষমতার অমর অজেয় বরমাল্য গলায় পরে
জাগতিক দুঃখ কষ্ট বিনাশের তন্ত্রমন্ত্র অন্তরে জপে
আমি পাড়ি দিচ্ছি কালোত্তীর্ণ জগতের অন্তহীন দিগন্তে।
নিমিষেই দূরীভূত হয় শঙ্কা ও ডঙ্কার পুনঃপুন জ্বালা
কেটে যায় ঘোর অমানিশার অন্ধকার
দুই উদয়াচল ও অস্তাচলের মাঝে ফিরে আসে রঙিন দিন।
আবারো মনের বাঁধভাঙা উল্লাসে প্লাবন আসে
মিষ্টি রোদের ঝলকানিতে রঙিন কৃষ্ণচূড়ার ফুল আসে
স্বপড়ব, আশা ও আকাংক্ষার তরণীতে পাল তুলে
জীবন এগিয়ে চলে সত্য ও সুন্দরের অনিন্দ্য ভুবনে।