মানুষ বাঁচে অনুভূতিতে
মানুষ বাঁচে ইশারা ইঙ্গিতে
অঙ্গভঙ্গির হাজারো তালে
অভিনয়ের মাঝে মানুষ
বেঁচে থাকে সময়ের গণ্ডিতে।
সময় জীবনের মৌলিক একটা বিষয়
যা কখনো এড়ানো যায় না
যা কখনো খণ্ডানো যায় না,
যায় না নিয়তির টান এড়িয়ে
দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা,
যায় না সময়ের প্রহর পেরিয়ে গেলে
চিরসবুজ বাতায়নে একটু শ্বাস নেওয়া।
এই শ্বাসের মূল্য অনেক
সকলে সে মূল্য দিতে পারে না
সকলে সে মূল্য দিতে জানে না
জানে না জীবনের উদ্দেশ্য
জানে না যৌবনের ধর্ম
জানে না সত্যের আলোয় বেঁচে থাকা
কত বড়ো মহৎ কর্ম।
মহৎ কর্মও সকলে করতে পারে না
সকলে করতে জানে না
অনেকে বুঝেও করতে পারে না।
পারে না ষড়রিপুর যন্ত্রণা সকলে সইতে
পারে না অনুভূতির মাঝে
নিজেকে প্রকাশ করতে
পারে না সামাজিকতার সংকীর্ণ গণ্ডি পেরিয়ে
নিজেকে পরিপূর্ণরূপে বিকাশ করতে
নিজেকে বিকাশ করতে পারাই
মানুষের সবচেয়ে বড়ো ধর্ম
যে ধর্মের মাঝে কখনো
হিংসা নেই বিদ্বেষ নেই
আছে শুধুই ভালোবাসা
নিরন্তর ভালোবাসা
ভালোবাসা আছে মানুষের জন্য মানবতার জন্য।
মানবতার সেবা করে বেঁচে থাকাই
সবচেয়ে বড়ো কর্ম
সবচেয়ে বড়ো ধর্ম
যে ধর্মের কোনো কাল নেই
কোনো গণ্ডি নেই
আছে শুধুই অনুভূতি
চিরন্তন স্বর্গীয় সুখানুভূতি।