পাপ পঙ্কিলতায় জর্জরিত চোখে ধাঁধানো রংমহলের আস্ত কীট আমি
গোস্তাখি ও নাফরমানির দরিয়া সাঁতরানো অন্ধগলির খেয়ালি আত্মা আমি
তবুও আমারই মাঝে অনুভূত হয় আল্লাহর ক্ষমা ও অনুকম্পার বারিসম্পাত
করুণার অভিসিঞ্চনে সিক্ত মনের কোণে জ্বলে ওঠে আশার প্রাণ প্রদীপ
আল্লাহর সাহায্যে অনির্বাণ দীপশিখা হয়ে ধরা দেয় হৃদয়ের অন্তহীন গহীনে।
তাইতো বাঁচার আকুতি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সারাক্ষণ
ভাবনার গভীরে ভাষার নিঃশেষে বিচলিত থাকে তনুমন
সময়ের সাথে জীবনের সন্ধি আমাকে ধাবিত করে অপেক্ষার অন্তহীন দিগন্তে।