প্রকাশ্য দিবালোকে মানুষ-হত্যা!
এটাকে সহজ মনে হয়,
না না, এমন হিংস্র কাজ
কারা ঘটাচ্ছে আজকাল
ওরাই দানব-পশু সেজে
মানুষকে করছে নাকাল চিরকাল।
ওরাই অসুর ওরাই দৈত্য
হানছে আঘাত সমাজের বুকে।
চিনে রাখো তাদের যত দুষ্টের দল
শাস্তি তারাই পাবে একদিন ধুঁকে ধুঁকে।
কোথায় বিবেক?
কোথায় মনুষ্যত্ব?
দিয়েছি কি সব আমরা জলাঞ্জলি,
আর কতকাল রব আমরা অসহায়
দেখব চোখের সামনে রক্তের হোলি।
ক্ষুব্ধ আমি,
হতচকিত আমি,
অসহায় আমি,
সামাজিকতার দায়ে আসামি আমি।
না না, সমাজ এমনিভাবে চলতে পারে না,
চলতে দেয়া যায় না।
কে আছ তোমরা
পেয়েছ দায়িত্ব মানুষের সুরক্ষার।
ভাবি পুণ্য পবিত্র সে কাজ
এগিয়ে আসো, আর থেকো না নির্বিকার।
আমরা দেখি নতুন স্বপড়ব
আসবে নতুন কাল।
মানুষের নিরাপত্তা হবে নিশ্চিত
মানুষের কাছে মানুষের আমানত হবে জান-মাল।