এটাই পবিত্র কালাম
আল্লাহর মারেফতের নীল দরিয়া
যেখানে এসে শেষ হয়ে যায় আমিত্ব ও অহংকারের ঝনঝনানি
নিভে যায় আত্ম অহমিকা ও ঐশ্বর্যের চেরাগ
দৃরীভূত হয় মনের সকল নোংরা ময়লা ও জঞ্জাল
নিষ্কলুষ পবিত্র হৃদয়ের কোণে কোণে জ্বলে ওঠে জ্যোতির্ময় অনির্বাণ শিখা।
যে শিখায় দীপ্তিময় আলোর আভা হৃদয় ও মনে মেখে
জীবনের পরাভব বাস্তবতায় যৌবনের কালিমা লোকচক্ষুর আড়ালে ঢেকে
আমি এগিয়ে যাচ্ছি অদৃষ্টের ঘাড়ে চেপে
হারিয়ে চলেছি চলমান নাগরিক জীবনের গহীন অরণ্যে।