আমি জীবনের বেলাভূমিতে
বহুদূর পথ হেঁটেছি,
কর্ম-ধর্ম মিলিয়ে
হয়েছি অনেক ক্লান্ত
কিন্তু হইনি কখনও হতাশ বা ভ্রান্ত।
শুধুই ধরেছি ধৈর্য, সয়েছি ব্যথা
আরও শুনেছি মানুষের যতসব কথা।
পার করেছি বিরামহীন কর্মের দিন
স্বপেড়বর মতোই জীবন কেটেছে রঙিন।
আশা-হোক সে তো মরীচিকা,
কিন্তু বাঁচিয়ে রাখে মানুষের মনের পিপাসা;
বছরের পর বছর
এমনকি আমৃত্যু।
আমিও সেই চিরন্তন
পথের পথিক একজন।
জানি, নিশ্চিত মৃত্যুর হিমশীতল
স্পর্শ আমাকেও নিয়ে যাবে
কোনো একদিন সবার অলক্ষ্যে পরপারে,
লোকচক্ষুর অন্তরালে।
আমিও হারিয়ে যাব মহাকালের গর্ভে
থেকে যাবে কিছু স্মৃতি
কিছু কথা।
থেকে যাব
মানুষের অন্তরে
সকলের মাঝে নিত্যনতুন সাজে।