আমার অস্তিত্বে অনুভবে তুমি ছিলে
কল্পনার খেয়ালেও কেবল তুমি ছিলে
তুমি ছিলে হৃদয়ের গহিনে প্রতিটি ক্ষণে
উঁকি দিয়েছিলে তুমি মনের মণিকোঠায় নিঃশব্দে আনমনে।
উঁকি দিয়েছিলে তুমি আমার অস্তিত্বে
উঁকি দিয়েছিলে তুমি আমার বাস্তব জগতে
যে জগতের খেয়াল মানুষ আজকাল রাখেনা
রাখে না খবর আটপৌরে জীবনের
রাখে না খবর ছিনড়বমূল অসহায় মানুষের ভুবনের
যে ভুবনে রোদ ঝড় বৃষ্টি প্রতিদিন হয়
যে ভুবনে মানুষের মরণ বড়োই জীবন্ত মনে হয়
জীবন্ত মনে হয় ক্ষয়িষ্ণু জীবনের হাহাকার
জীবন্ত মনে হয় ক্ষুধা বঞ্চনা ও শোষণের ঝংকার
যে ঝংকার সকলের কর্ণকুহরে পৌঁছায় না
যে ঝংকার সকলের মনে দাগ কাটে না।
দাগ কাটে কিছু মানুষের অন্তরে
যারা মানুষের জন্য ছুটে যায় সীমাহীন প্রান্তরে
যেখানে দুঃখ আছে
কষ্ট আছে
যন্ত্রণা আছে
উলঙ্গ বাস্তবতার প্রতিচ্ছবি আছে
যা মানুষকে কাঁদতে শেখায়
সংগ্রাম করে বাঁচতে শেখায়
জীবনে প্রকৃত মানুষ হওয়ার পথ দেখায়।
সকলে সে পথ দেখতে পারে না
সকলে সে পথ দেখাতে জানে না
কিন্তু তুমি জানো
তুমি জানো কীভাবে মানুষকে বুঝতে হয়
কীভাবে মানুষের পাশে থাকতে হয়
তাদের খুব কাছে থাকতে হয়
কারণ তুমি জীবনের মূল্য বুঝেছ
তুমি সকলের মাঝে নিজেকে খুঁজেছ
কারণ তুমি হচ্ছ জ্বলন্ত পরশপাথর
তোমার মতো এমন পরশপাথর
আমি কোনোদিন দেখিনি
হয়তো কোনোদিন দেখব না।