দিনটা ছিল শুক্রবার
রাজধানীর কোনো এক বিয়ের পার্টি সেন্টারে
হয়েছিল তোমার সাথে প্রথম দেখা;
স্মৃতির পাতায় আজও তা স্বর্ণাক্ষরে আছে লেখা।
পরনে ছিল তোমার লাল বেনারসি,
সেজেছিলে তুমি এমন, চোখে পড়ছিল একটু বেশি।
উন্মুক্ত বেণিতে হাঁটছিলে তুমি এপাশ থেকে ওপাশ,
হেসে হেসে অতিথিদের সাথে বলছিলে কথা
নিয়ে হৃদয়ে শুভেচ্ছা একরাশ।
তোমার আচরণে ছিল না কোনো কৃত্রিমতার ছাপ,
এমন শুভশ্রী তুমি যেন ঈশ্বরের অপার আশীর্বাদ।
তোমাকে দেখার পর-
প্রণয়ের সুর বাজছিল আমার মনে,
তোমার রূপে হতচকিত, বিহ্বল হয়েছিলাম আমি ক্ষণে ক্ষণে।
হৃদয়ে বইছিল অনাবিল আনন্দের ঝড়-
যেন শুকনো পাতায় বহুদিন পর বাজছিল ধ্বনি মরমর!
সিঁড়ি দিয়ে তুমি নামছিলে উপর থেকে নিচে,
আমিও উঠছিলাম নিচ থেকে উপরে হনহনিয়ে।
হঠাৎ পড়ল তোমার চোখে আমার চোখ খনিকের তরে
হারিয়েছিলাম যেন আমি কোনো গভীর হ্রদের পানিতে আনমনে।
কী যেন আমার ভেতর হলো শুরু, বুকটা আমার কাঁপছিল দুরুদুরু,
জানি ওটা কখনও ঘটেনি আগে,
বাঁধভাঙা উচ্ছ্বাসে হলো জীবনের নতুন অধ্যায় শুরু।
তুমিও একটু মুক্তোর হাসি দিয়ে হারিয়ে গেলে সবার মাঝে,
পাইনি কোথাও তোমাকে সেদিন, এমনকি খুঁজেছি তোমায় শেষ সাঁজে।
জানি না-ওটা কী ছিল!
বোধহয়, ওটাকে প্রম দর্শনের প্রথম প্রেম বলে
যেন হারিয়ে গেলে তুমি আমার থেকে ছলাকলে।