আমি আজও বুঝিনি
তোমার চোখের সেই ভাষা,
বুঝিনি তোমার চোখের ইশারা ভাসা ভাসা
হবার যা তাই-ই হয়েছিল
তোমার কাজল কালো টানা টানা
চোখের মাঝে আমি হারিয়েছিলাম
নিজেকে চির জনমের তরে।
কী অতলস্পর্শী তোমার ঐ চোখ!
যেন কোনো গভীর হ্রদে আমি
হারিয়ে যাচ্ছি একটু একটু করে সময়ের প্রহর গুনে।
কোন্ সে অলৌকিক সম্মোহনী শক্তি আমাকে
বশ করেছিল তা আজো পারিনি জানতে।
শুধুই অনুভব করেছিলাম যে,
নির্বাক আমি
হতচকিত আমি
আবেশের ভারে ফ্রেমে বন্দি পাখি আমি।
তাই পারিনি বের হয়ে আসতে
পাইনি সেই অদৃশ্য বন্ধন থেকে বেরিয়ে আসার পথ
আমি তলিয়ে গেছি
হ্রদের অতলান্ত গভীরতায়,
হারিয়েছি নিজেকে চিরতরে।
হারিয়েছি নিজেকে মায়ার জগতে
খুঁজেছি শুধুই ভালোবাসা,
কিন্তু পাইনি
পেয়েছি শুধুই মিছে আশা,
আশা নিরাশায় পরিণত হয়ে
মনের গভীরে সৃষ্টি করেছে জমাটবাঁধা ক্ষোভ,
যা বুকফাটা কানড়বায় বৃষ্টি
আকারে ঝরে ঝরে পড়ছে
আমার হৃদয়ের আকাশ হতে।
হায়রে জীবন
এ কেমন নিয়তি!
তোমার বিশ্বাসহীনতার আড়ালে
পুড়ল আমার মন,
পুড়ল আমার আনন্দময় ভুবন।
বোধহয় ভুল আমিই করেছিলাম
তবুও মানেনি মন
আমি আজও বুঝিনি তোমাকে
বুঝিনি তোমার রহস্যময় চোখের ভাষা।