কী দেখিনি আমি!
দেখেছি হিমালয়ের শাশ্বত শুভ্র অপরূপ দৃশ্য,
পাহাড়ি ঢলে বয়ে চলা স্রো তঃস্বিনী ঝরনা
যেখানে পাহাড়ের গা ঘেঁষে সরু সরু রাস্তার
চারপাশে বাহারি ফুে লর মনোরম দৃশ্য
যা আমার হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে।
আমি দু-চোখ ভরে দেখেছি
উত্তাল সাগরের সর্বনাশা ঢেউ
যা কূলে আছড়ে পড়ে নিমেষেই হারিয়ে যায়।
দেখেছি সারি সারি বকের দল
উড়ে চলে আকাশপানে নিয়তির টানে,
বাঁধনহারা আসামির ন্যায় শিকার
খুঁজে বেড়ায় শকুনের দল,
কান্তির পরশ কাটিয়ে বাসায় ফেরে বাবুই পাখি।
সকলেই থাকে এক অদৃশ্য নিয়মের বেড়াজালে,
কিন্তু আমি পারি না
পারি না নিজের মনকে বেঁধে রাখতে
পারি না তোমাকে ভুলে থাকতে
পারি না তোমার হৃদয়মোহিনী রূপের ঝলক
থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে।
পারি না কিছুই পারি না,
মনের আকুতিকে জলাঞ্জলি দিয়ে
বেঁচে থাকা যায় না,
তোমার নিষ্পাপ মুখের চাহনি
আজও ঝড় তোলে আমার হৃদয়ের গহিনে,
বুঝেছি আমি কী দেখিনি,
এই বিশাল পৃথিবীর অর্ধেক রূপ
আমি তোমাতেই পেয়েছি,
বড়োই অনুভবের বিষয়,
এই বিশাল পৃথিবীর সবকিছু দেখলেও
তোমাকে না দেখলে
আমি আজ কিছুই দেখতাম না।