অলৌকিক এক স্বর্গীয় জ্যোতির অপূর্ব আভা হৃদয়ে মেখে
আমি হেঁটে চলেছি সীমাহীন ক্লান্তিকর জীবনের রঙ্গমঞ্চে
যেখানে হৃদয়ের সবটুকু আকুতি সমর্পিত হয়
ঐশ্বরিক ভালোবাসার আলিঙ্গনে
ধুয়েমুছে যায় কষ্ট ও দুঃখের জমাট পুরূ আস্তরণ
উচ্ছসিত মনের প্রতিটি কোণে জ্বলে ওঠে আশ্চর্য চেরাগ
ফুরফুরে প্রশান্তির মণিকাঞ্চনে বিকশিত হয় আশাহত মন
দৃষ্টির বাণ সহসাই ছুটে যেতে চায় অসীম আকাশের পানে
হারিয়ে যেতে চায় পার্থিব মুক্তির টানে
যে মুক্তি শেষ গন্তব্য, অনিবার্য ও চিরন্তন।