এই বিশ্বে যা-কিছু কল্যাণ
করেছ তুমি দান।
তুমি না থাকলে কে করত
আমাদের শ্রেণিকক্ষে পাঠদান।
তুমি যে দিয়েছ জ্ঞানের শক্তি
জ্বালিয়েছ প্রাণে প্রদীপ।
তোমারি হাতে উঠিছে গড়ি
জাতির জনক শেখ মুজিব।
তুমি গড়েছ বিদ্যাসাগর
কখনো বা নির্ভীক সুভাষ।
তোমারি হাতে গড়া সকলে
হওনিকো তুমি কভু হতবাক।
শিখিয়েছ তুমি নীতি-আদর্শ
উৎকর্ষের যত জ্ঞান।
ত্যাজিতে শিখিয়েছ হিংসা বিদ্বেষ
বিবেককে করেছ বরদান।
কারিগর তুমি গড়েছ আমাদের
নিঃশেষে করি প্রাণ।
গড়েছ তুমি আপন করে
আমাদের ভেবেছ নিজ সন্তান।
পরিশ্রম করে দিবস রজনী
করেছ তুমি পার।
সামান্য বেতনে বিবেকের দংশনে
কখনও বা জুটেনি আহার।
তোমারি পরশে ধন্য আমরা
ধন্য বিবেক জাতির।
তুমি না থাকলে কি জন্ম নিত
শ্রেষ্ঠ সন্তান মাহাথির।
তুমি যে নিয়েছ মহান পেশা
সে কথা সকলে মানি।
দিয়েছ জন্ম পিতা ঠিক আছে
তুমি করেছ আমায় চিরঋণী।