আমি বহুকাল প্রতীক্ষা করেছি
প্রতীক্ষার প্রহর আমি গুনেছি
দুর্নিবার আকর্ষণের অনুভবে
আমি নিজেকে শুধুই জড়িয়েছি।
জড়িয়েছি নিজেকে শিল্পসাধনার কাজে
কবিত্বের নিদারুণ ভাঁজে
যেখানে এক পশলা বৃষ্টি হলেই
মনে হয় মুক্তো ঝরে পড়ে হৃদয়ের মাঝে
মুক্তোর আলোয় আলোকিত
মনের মাঝে বয়ে যায়
অসম্ভব ভালোলাগার এক ঝড় সকাল দুপুর সাঁঝে।
যে ঝড় কিছুতেই থামতে চায় না,
এক ঝড় থামলেই শুরু হয় আরেক ঝড়,
কখনো আবেগের ঝড়
উচ্ছা¡ সের ঝড়
ভালোলাগার ঝড়
ভালোবাসার ঝড়
আবার কখনো
বিরহের ঝড়
অনুরাগের ঝড়
অনুতাপের ঝড়
এমন হাজারো ঝড়ের কবলে
পড়ে ছিনড়ববিচ্ছিনড়ব হয়ে যায়
জীবনের সুর তাল লয়
আবারও দেখা যায়
ঝড়ের আঘাতে ভাবাবেগের বন্যায়
আপুতহৃদে
য় ঘটে নতুন দর্শনের পরিচয়।
যে পরিচয়
কথামালার আকারে বেরিয়ে আসে
কবিতার খাতায় মহাকাব্যের পাতায়,
যে মহাকাব্যের কোনো শেষ নেই
শেষ নেই কালজয়ী সৃষ্টির
শেষ নেই কালজয়ী শিল্পের
শেষ আছে জীবনের
শুধুই জীবনের।