আমি ব্যর্থ হলেও ঘুরে দাঁড়িয়েছি
ঘুরে দাঁড়িয়েছি মনের অদম্য ইচ্ছা হতে
যে ইচ্ছার জন্ম হয় আমার সমগ্র অস্থিমজ্জায়
যে ইচ্ছার প্রসার হয় রক্তের প্রতিটি শিরায় শিরায়
যে ইচ্ছা জন্ম নেয় আনমনে জীবনের প্রতিটি ক্ষণে
জীবনের প্রতিটি ক্ষণে কালবৈশাখির ঝড় আসে না
আসে না ঝড় বলে-কয়ে
আসে না ঝড় সকলকে জানিয়ে
ঝড় হঠাৎ আসে
চুরমার করে ফেলে চারপাশটাকে
গুল্ম লতার মতো দুমড়ে-মুচড়ে ফেলে
অগণিত মানুষের অন্তরে লালিত স্বপড়বগুলোকে
বিভীষিকার কালো ছায়া ছেয়ে ফেলে তাদের জীবনকে
হাহাকার আর্তনাদ স্পর্শ করে তাদের অন্তরকে গভীরে
কিন্তু পরক্ষণেই
সেই হৃদয়ের গভীরে জন্ম নেওয়া বিশ্বাস থেকেই
পালটে যায় মানুষের জীবনের সমীকরণগুলো
পালটে যায় ইতিহাস
পালটে যায় বিশ্বাস
সেই বিশ্বাসের রাস্তায় জীবনে আসে নতুন মোড়
জন্ম নেয় মনে কষ্টের নিগূঢ় অনুভূতি
যা চলার পথে সবকিছুকে ছাপিয়ে
মনে এনে দেয় নিরন্তর সাহস
সেই সাহসের ছোঁয়া লাগে মনে
হারিয়ে যায় অবিশ্বাস
হারিয়ে যায় ব্যর্থ জীবনের গল্পগুলো
তখন কেবল প্রকাশ সফল জীবনের গল্প
হোক-না যতই তা অল্পস্বল্প
অমানিশার ঘোর অন্ধকার কেটে
সিড়বগ্ধ সূর্যের কিরণে নতুন ভোর হয়
মাতাল হাওয়ার ছন্দে ছন্দে
জীবনের প্রতিটি দিন কেটে যায়
আত্মবিশ্বাসের পরম ছোঁয়া হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে।
আমি সেই গভীর বিশ্বাস থেকেই
আবার পথচলা শুরু করি
চারিদিকে তখন পাখির কলরবে ফাগুন হাসে
আকাশের বুক চিরে বৃষ্টি নামলেও
মেঘের কোলে কখনো রোদ হাসে
সেই অমান
হাসির একরাশ পরশ
আমার মনকে রাঙিয়ে যায় চিরতরে।