পুনরায় সজীবতার প্রাণবন্ত গন্ধ হৃদয় ও মনে মেখে
ক্লান্তি, জ্বরা ও বেদনার সীমাহীন কষ্ট অন্তরে ঢেকে
আমি ছুটে চলেছি বিরামহীন জীবনের বিচিত্র ছায়ায়
কর্মমুখর পৃথিবীর অন্তহীন দিগন্তে।
কখনো বা ভাবনার ডামাডোলে সান্ত্বনার বানী নীরবে-নিভৃতে কেঁদেছে
যাতনার তীব্রতায় বিদায় নিয়েছে কতশত চেতনার মূলমন্ত্র
জীবনের আঁকে-বাঁকে মিলেছে শাসন-শোষণের সম্মিলিত পরাকাষ্ঠা।
তবুও পিছুপা হয়নি অবুঝ সংগ্রামী মন
নিঃশেষ হয়ে যায়নি আত্মিক শক্তির অনন্ত ফোয়ারা
বরং অফুরন্ত প্রাণশক্তির অমিয় সুধা শরাবান তহুরা পান করে
মনের মণিকোঠায় ঐশ্বরিক ক্ষমতার অনির্বাণ দীপশিখা ধারণ করে,
আমি ছুটে চলেছি যুগ থেকে যুগান্তরে,
ছুটে চলেছি চাক্ষুষ বাস্তবতার নির্মম মোহনায়
মহামুক্তির অন্তহীন দিগন্তে।