আমি হাজারো প্রশেড়বর উত্তর খুঁজে
তোমার হাতটি শক্ত করে ধরেছি
শক্ত করে ধরেছি বাঁধনের রশি
যে রশি কোনোদিন ছিঁড়ে যাবে না
যে রশি কেটে যাবে না
বরং কেটে যাবে সময়
কেটে যাবে দিন মাস বছর
কালের আবর্তে হারিয়ে যাবে
কত-না হাসিকানড়বার রোমাঞ্চকর দিনগুলো
যে দিনের হিসাব কেউ রাখবে না
হিসাব রাখা খুব কঠিন কাজ
সবকিছু হিসাব রাখা যায় না
সব কাজ হিসাব করে করা যায় না
যায় না হিসাব করে সংসার করা
যায় না হিসাব করে জীবনের পথচলা
ভালোবাসায় চলে না কোনো ছলাকলা
ছলাকলা করে জীবন পার করা যায়
ছলাকলা করে বৈষয়িকভাবে লাভবান হওয়া যায়
কিন্তু অন্তরের ঐশ্বর্য মেলে না
ঐশ্বর্য মেলে কেবল সমর্পণেই
সকলে সমর্পণ করতে পারে না
সমর্পণ করতে ত্যাগ লাগে
ত্যাগীরাই সমর্পণের মূল্য বোঝে
আমি সেই মূল্যই পেতে চাই
আমি সমর্পণের কাঙাল হতে চাই
কারণ সমর্পণেই কেবল ষোলো আনা মেলে
অন্যকিছুতেই মেলে না
কখনোই মেলে না।