স্বর্গীয় সুর মূর্ছনায় ঝংকৃত মনের হেঁয়ালি খেয়া বেয়ে
অর্বাচীন পথিকের ন্যায় উন্মুক্ত নীল আকাশের পথ পানে চেয়ে
আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি ভাগ্য বিধাতার নিয়ন্ত্রিত ভুবনের অন্তহীন
দিগন্তে।
সময়ের ভিড়ে শুকিয়ে গেছে চেহারার লাবণ্য
অফুরন্ত উচ্ছ্বাস উদ্যমের যাত্রাপথে জন্মেছে অপ্রত্যাশিত বাঁধ
স্বপেড়বর কুঁড়িগুলো নির্দ্বিধায় পদদলিত হয়েছে বয়সঃসন্ধির চৌরঙ্গীতে।
তবুও আশার ভেলায় যৌবনের পতাকা সমু্ন্নত করে
দৈব-দুর্বিপাকের পুনঃপুন ঝড় ঝঞ্ঝা অন্তরে সয়ে
আমি নিজেকে দেখছি সমৃদ্ধির পাতায়
অনুভব করছি নিজেকে কালজয়ী ইতিহাসের অন্তহীন দিগন্তে।