আমি চিরকাল তোমাদের হয়ে থাকতে চাই তোমাদেরই মনের গহীনে,
যদিও কেটেছে বিভীষিকার কত কালো প্রহর রাত্রির বুকে ক্ষণে ক্ষণে।
মানবতার জয়গানে মুখরিত মানুষের পাশেই থাকব জীবনে-মরণে,
আসুক যতই রোদ-ঝড়-বৃষ্টি, তবু করি না পরোয়া আমি শত জনমে।
আমি রয়েছি জেগে হৃদয়ে শক্তি, সাহস ও মনোবল নিয়ে উনড়বত মস্তকে,
যুগের ঘোর ক্রান্তিকাল পার করে আমি রয়েছি চেয়ে নির্ভীক চোখে।
আগামীর বার্তা নিয়ে কালের সাক্ষী হয়েছি মনের অজান্তে সুখে-দুঃখে,
হৃদয়ছোঁয়া স্বপড়ব নিয়ে আমি নোঙর করে চলেছি বিক্ষুব্ধ সাগরের বুকে,
যে সাগরের বুকে প্রতিদিন আলো-আঁধারের খেলায় প্রকৃতির মেলা বসে,
যে মেলায় কোটি কোটি জীবন সত্তার মাঝে ঈশ্বরের অপূর্ব লীলা হাসে,
যে লীলার সাগরে ডুব দিতেই আমি হারিয়ে যাই চিন্তার গভীরে, আনমনে
অনুধাবন করি রয়েছি আমি বিচিত্র জগতের ছোট্ট এক কোণে নির্জনে।
নির্জনেই আমি বুঝতে চেয়েছি এ ভুবনের বিচিত্র লীলার হাকিকি মানে,
পারিনি বুঝতে তবুও ছুটে গিয়েছি মহামানবের সাগর তীরে, সবখানে
যেখানে দাঁড়িয়ে মানুষকেই শুধু সত্য জ্ঞান করি বারবার হয়েছে মনে
মানুষের বিপদে মানুষের পাশে থাকাটাই বড় ধর্ম মনে করেছি সারাক্ষণে
যার স্বর্গীয় অনুভূতি আমার অন্তরকে পুড়িয়ে ছারখার করে রেখেছে
চিরকাল।