আত্মার অমর রাজ্যে বিচরণ করা কোকিলকণ্ঠী গায়ক আমি
ভালোবাসার ঐশী ভুবনে  রঙ্গ সৃষ্টিকারী  সুদর্শন যুবক আমি
আমি প্রেমের স্বাধীন রাজ্যে বাস করেও  চিরদিন পাগলপারা
আমিই আমাতে ফানা হয়ে হই অবিরাম দিশেহারা  
প্রতিদিন এক স্বর্গীয় সুর মূর্ছনার কলতানে
মুখরিত হয় আমার অন্তরাত্মার পবিত্র প্রাঙ্গন
শিহরিত হয় আমার সমস্ত শিরা ধমনি অস্থিমজ্জা
উদ্ভাসিত হয় আমার বিবেক বুদ্ধি চিন্তা ও দর্শন
অনুভবের হাজারো রঙধনু আমাকে মোহাচ্ছন্ন  রাখে সারাক্ষণ
আমি অস্তিত্বে থেকেও নিজেকে অনুভব করি অনস্তিত্বতে
নশ্বর জগতে থেকেও নিজেকে কামনা করি অবিনশ্বরে
আমার চলার গতি কাল থেকে কালান্তরে
আমার বর্ণাঢ্য কর্ম গতি পায় যুগ থেকে যুগান্তরে
আমি স্থিতি লাভ করি অতীন্দ্রিয় জগতের শ্রেষ্ঠ মাকামে
সমাহিত করি নিজেকে ইশকে ইলাহিতে