সময়ের কঠিনতম ক্লান্তিলগ্নে ইমানের সুরক্ষিত পোশাক পরে
অন্তর অন্তস্থলে সবর ও ধৈর্যের মনোরম সুরম্য প্রাসাদ গড়ে
আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি স্থূল নশ্বর ঘটনাবহুল দুনিয়ার দ্বারপ্রান্তে।
মাঝে মাঝেই একাকিত্বের নিদারুণ স্বর্গীয় এক অনুভূতি
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সারাক্ষণ
কখনো বা ঐশী আলোর বন্যায় ধুয়ে-মুছে যায়
আমার অন্তরের সমস্ত জঞ্জাল ও পাপ-পঙ্কিলতা
আবারো আমি পূতপবিত্র হয়ে উঠি শুদ্ধতার রক্তিম ছোঁয়ায়।
শরতের শুভ্র সকালের ন্যায় মনের নির্মল আকাশে সূর্য ওঠে
মহিমান্বিত বসন্তের ছোঁয়ায় আবারও জীবনে ভালোবাসার ফুল ফোটে
সৌরভের বিচিত্র রঙে মুড়ে জীবন ছুটে চলে মোহনীয় সত্যের দ্বারপ্রান্তে।