লোক লৌকিকতার চিরাচরিত সমাজের বেড়াজাল ভেঙে
সাধ ও সাধনার দুঃসাহসিক পৌনঃপুনিক মঞ্জিল ডিঙিয়ে
আমি এগিয়ে চলেছি সঙ্কটাপনড়ব পথিকের ন্যায় সেই মহাসত্যের
দ্বারপ্রান্তে।
ধীরে ধীরে প্রতিভাত হয় কংকালস্বরূপ জীবনের প্রতিভূ
একরাশ নিরাসক্তির ঢেউ বয়ে যায় শিরা ধমনি রক্তজালিকায়
অস্তিত্বে থেকে অনস্তিত্বে মিশে যাওয়ার এক প্রবল আকাংক্ষা
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় বিষাদের ছায়াভরা আকাশের অন্তহীন
দিগন্তে।
তবুও মাঝে মাঝে স্মৃতির খেয়ালে জোছনার ফুল ফোটে
সারি সারি কৃষ্ণচূড়ার মিলনমেলায় প্রণয় ও পরিণয়ের গুঞ্জন রটে
বেঁচে থাকার তীব্র আকুতি জাগে মহান আল্লাহর ক্ষমা ও করুণার
অবিরাম বারিসম্পাতে।