তৃপ্তির আমেজে ঋতুরাজ বসন্তের ছোঁয়া,
কখনোবা অতৃপ্তির অভিঘাতে চরম বিষাদের ছায়া
সবকিছুই ছারখার করে ফেলতে চায় সাজানো জীবনটাকে
ধোঁয়াশার আবরণে মুড়ে দিতে চায় চারপাশের ভুবনটাকে।
তৃপ্তি-অতৃপ্তির এই ডামাডোলে
সময়ের পালাবদলে ভাগ্যের রোষানলে
আলগা হয়ে যায় নিযুত সম্পর্কের আত্মার বাঁধনগুলো।
বড্ড পানসে মনে হয় মনের মাঝে উঁকি দেওয়া ঢঙগুলো।
বিবর্ণ হয়ে আসে ভালোবাসার সোনালি রংগুলো
মুছে যায় কৃষ্ণচূড়ার ছায়ায় সুখময় স্মৃতিগুলো।
তবুও ষোল আনা তৃপ্তির বাসনায়
তুমিই আমার বৈতরণী ভরসার
মন মাঝারে প্রতীক আস্থার-
অবলম্বন একমাত্র সংসার যাত্রার।
তোমাকে নিয়েই পাড়ি দেব সুখের স্বর্গ উদ্যানে
শান্তির নীড়ে, দুই আত্মার মিলনের মোহনায়,
হাসি-কানড়বা, বিরহ মিলনের অনিন্দ্য ভুবনে
মহাকালের বুকে স্থায়ী অনন্ত প্রেমময় যৌবনে।