তুমি আসবে বলে সবাই প্রতীক্ষায় আছি,
চারিদিকে খুশি-খুশি রব দুনিয়া সাজি।
দেখার প্র ম অনুভূতি হৃদয়ে জাগি,
আবেগে আত্মহারা সকলে তোমার সুস্থতা মাগি।
তুমি আসবে বলে সবুজের ক্ষেতে রঙ,
ফুলে ফুলে ভরে গেছে রঙিন আভরণ।
প্রকৃতিতে বইছে কী শান্ত সমীরণ,
আহ্! নতুন ক্ষণ মনে লাগছে নিদারুণ।
তুমি আসবে বলে সেজেছে রাতের তারারা,
চাঁদের আলোয় গল্প বলে জোনাকি পোকারা।
কোকিল কুহু কুহু করে গাইছে মধুর গান,
আনন্দের এমন জোয়ার কেড়েছে আমারও মনপ্রাণ।
তুমি আসবে বলে স্বপেড়বর মাঝে কাটে দিন,
পার হচ্ছে সময় নকশিকাঁথার গল্পের মতো ক্ষীণ।
সইছে না আবেগি মনের অপেক্ষার পালা,
বরণের আগ্রহ বাড়িয়ে চলেছে হৃদয়ে জ্বালা।
তুমি আসবে বলে শুনি পাখির কলরব,
সুরের মূর্ছনায় মেতেছে আকাশ,বাতাস, প্রকৃতি সব।
হৃদয়ে বইছে আমার নির্মল আনন্দের বন্যা,
আসবে হয়ে তুমি আমার ভালোবাসার সুকন্যা।