ক্ষোভে-অপমানে জর্জরিত অপমানে আমি,
দূরত্বের গন্ডিতে সাময়িক শৃঙ্খলিত নায়ক আমি।
আমিই ভালোবাসার উন্মাদনায় আজ পাগলপারা,
আমিই আঁধার রাতের মধ্যগগনে উদিত উজ্জ্বল তারা
যে তারার কিরণে বিদূরিত হয় অন্ধকার অমানিশার রাত্রি,
দূরীভূত হয় অসত্যের ঘন কালো মেঘ।
বিকশিত হয় সত্য ও সুন্দরের বাহারি রূপ
যে রূপের আলোকছটায় মুগ্ধ হয়ে
চলমান জীবনের হাজারো ফিরিস্তি বয়ে
আমি ছুটে চলেছে মুক্তির অন্তহীন দিগন্তে
যেখানে রাত-দিন নেই,
সত্য-মিথ্যা নেই,
ভালো-মন্দ নেই
আছে শুধুই শান্তি
অনাবিল শান্তি।