শিহরিত মনের প্রতিটি উৎকণ্ঠার শপথ করে বলছি
অনন্ত জ্ঞান সমুদ্রের একবিন্দু পানি স্মৃতিতে ধারণ করে
আল্লাহর অপার সৃষ্টি জগতের অপূর্ব লীলা দুচোখে ধরে
আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিস্ময়ে ভরা অর্বাচীন জগতের মাঝে
যেখানে মনের মণিকোঠায় খনে খনে অনাবিল প্রশান্তির ছোঁয়া দোলা দেয়
হৃদয়ের প্রতিটি জানলায় উন্মোচিত হয় অনন্ত বিশ্বজগতের স্বরূপ
বাঁধভাঙা উল্লাসের এক নিরন্তর ঢেউ বয়ে চলে মনের গহিনে
নিমিষেই আমি যেন হারিয়ে যাই উন্মুক্ত নীলাকাশের বুকে
ছাড়িয়ে যাই স্থান কাল পাত্রের ঊর্ধ্বে ভিন্ন কোনো জগতে
যেখানে কষ্ট নেই, দুঃখ নেই, বেদনা নেই
নেই উৎকণ্ঠার সীমাহীন সমুদ্র
বরং আছে শুধুই পরম শান্তির শীতল বাতাস
প্রফুল্লিত মনের বসন্ত বিলাস
আছে দয়াময় আল্লাহর অপার কৃপা ও করূণার অনবরত বারিসম্পাত।