আমি তো শুধুই তোমাকে চাই,
দুনিয়ার সবকিছু আমার কাছে তুচ্ছ তাই।
ভাবনার গভীরে তুমি ছাড়া কিছু নাই,
আমি তোমার পাগল, সবাইকে আজ বলে যেতে চাই।
কী আছে, ইশক-মহব্বত ছাড়া ভাই,
যার নেই, সে তো নিজেকে কাঙাল ভাবে তাই।
প্রেমের আগুনে কে পোড়েনি এ জগতে হয়!
বিরহ-মিলন-বিচ্ছেদ এসব জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই।
হোক সেটা বিরহ, হোক সেটা বিচ্ছেদ, কোনোকিছুর বাস্তবতায়
কিন্তু প্রেমকে কভু ভুলতে পারে কেউ নির্দ্বিধায়।
যেবার দেখেছিলাম তোমাকে প্র ম পাহাড়ের চূড়ায়
সেদিনের স্বর্গীয় অনুভূতি আজও আমার স্মৃতিপটে অম্লান-অক্ষয়।
নয়নে নয়ন ফেলে হয়েছিলাম আবেগে আত্মহারা নিশ্চয়
কখন দেখি হাত রেখে পাড়ি দিয়েছি সুদীর্ঘ সময়।
কালের বিবর্তনে ধীরে ধীরে বেড়েছে মায়া
তুমিই যেন হয়ে উঠেছ আমার ছায়া-মন-কায়া।
হারিয়েছি জীবনে কত কিছু, বিবর্ণ ফ্যাকাশে হয়েছে সুখময় স্মৃতি
এখনও চেয়ে দেখি তোমাকে, গেছ রয়ে তুমি তনুশ্রী-অদিতি।
জানি না স্বর্গ কোথায়, হবে কেমন সেখানে জীবনের স্বাদ,
আমি তোমার সঙ্গে কাটাব সময় হোক-না সেটা মরণ-ফাঁদ।
কী আছে এ জীবনের যদি না পারি তোমাতে করতে সমর্পণ
হারিয়েছি আমি অনেক আগেই এ যেন তোমার প্রতি প্রেমমাল্য অর্পণ।
কালে কালে বেড়েছে দুঃখ-যন্ত্রণা হইনি আমি কভু ব্যাকুল,
পাশে থেকে দিয়েছ শক্তি সাহস, জীবন পার করছি আমি বিলকুল।
এমনিভাবে কেটে যাবে হয়তো জীবনের বাকিটা সময়
ভালোবেসে পাশে থাকবে তুমি হৃদয়ে আছে প্রত্যয় সুনিশ্চয়।