ভালোবাসা কি এতই সহজ!
না না, ভালোবাসা এত সহজ নয়।
দুদিন রাস্তাঘাটে ঘুরে
কখনো বা পার্কে বসে গল্প করে
ছোলা মুড়ি খেলেই
পরিচিত হওয়া যায় বটে,
কিন্তু কারো সাথে
প্রেম ভালোবাসা হওয়া অনেক কঠিন।
কঠিন তো হবেই
কারণ কাউকে ভালোবাসতে গেলে
তাকে আগে বুঝতে হবে
তার সুবিধা অসুবিধা মানিয়ে নিয়ে
একসাথে পথ চলতে হবে।
এতকিছু বুঝে মানিয়ে চলা!
আসলেই ব্যাপারটা সহজ না।
তবে সহজ হতে পারে যখন
একজন মন থেকে অন্যজনকে
মেনে নেয়, মন থেকে
ভালোবাসার মানুষ হিসাবে স্বীকৃতি দেয়।
তখন পৃথিবীর সকল দুঃখ কষ্ট
তার কাছে প্রিয়জনের খাতিরে
খানিকটা সামান্যই মনে হয়।
বিষয়টা বলা যত সহজ
অর্জন করা ততটাই কঠিন,
এমন প্রেমের সাধনা কয়জনের আছে
বোধহয় এমন মানুষের সংখ্যা কমই হবে।
তবে যারা এমন তাদের
হৃদয়টা আকাশের মতো বড়,
মনটা সাগরের মতো গভীর।
তাই জীবনে এত
দুঃখ ব্যথা বেদনা থাকা সত্ত্বেও
তারা প্রিয়জনকে ভালোবাসতে জানে,
ভালোবাসতে পারে কারণ
তারাই অন্তরে অনুভব করে
ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি
প্রেমময় ঈশ্বরের এক অপার দান।